মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বরিশালের খামারবাড়ির চত্বরে কৃষি বিষয়ক সিনেমা প্রদর্শন করা হয়। কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএই’র অতিরিক্ত পরিচালক মো. আফতার উদ্দিন, উপপরিচালক মো. তাওফিকুল আলম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, উদ্যান বিশেষজ্ঞ জি এম এম কবির খান, বরিশাল সদরের উপজেলা কৃষি অফিসার মোসা. ফাহমিদা হক, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপসহকারি কৃষি কর্মকর্তা গাজী জালাল আহম্মেদ, এসও মো. জাহিদুল কবির, মো. নাঈমুর রহমান প্রমুখ।
প্রদর্শনের বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধুর স্বপ্নের কৃষি, বঙ্গবন্ধু মানুষের মণিকোঠায়, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ এবং এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। অনুষ্ঠানে অর্ধ শতাধিক দর্শক অংশগ্রহণ করেন।
এরই অংশ হিসেবে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র পক্ষে স্বাধীনতাস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।